জমে উঠেছে ইউরোর লড়াই। ইতিমধ্যেই গ্রুপ লিগে একটি করে ম্যাচ খেলে ফেলেছে সব দলই। আজ দ্বিতীয় ম্যাচের জন্য খেলতে নামছে মোট তিনটি দল। তাই নিয়ে আপামর ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এক নজরে দেখে নেওয়া যাক আজ কার কার ম্যাচ রয়েছে। আজ দ্বিতীয় ম্যাচের জন্য খেলতে নামছে টার্কি বনাম ওয়েলস এবং ইতালি বনাম সুইজারল্যান্ড। একটি ম্যাচ জিতে এখন গ্রুপলিগের শীর্ষে রয়েছে ইতালি। তাই বাকি দলও গুলি চাইবেই আজকের ম্যাচ জিতে ভালো পজিশন পেতে। অন্যদিকে গ্রুপ-বি এ-র লড়াইয়ে আজ খেলতে নামছে ফিনল্যান্ড বনাম রাশিয়া। একটি ম্যাচ জিতে গ্রুপ-বি -এর দ্বিতীয়স্থানে রয়েছে ফিনল্যান্ড। তবে প্রথম ম্যাচ হেরে কিছুটা বিপাকে রয়েছে রাশিয়া। তাই আজকের ম্যাচ বিশেষ গুরুত্বপূর্ণ রাশিয়ার জন্য। আজকের ম্যাচ জিততে চাইবেই রাশিয়া তাই দুই দলেরই লড়াই হবে আজ হাড্ডাহাড্ডি। আজকের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে অবশ্যই ফুটবলপ্রেমীদের নজর থাকবে ইতালি বনাম সুইজারল্যান্ডের ম্যাচে। হাড্ডাহাড্ডি এই ম্যাচে ফুটবল বিশেষজ্ঞরা কিছুটা এগিয়ে রাখছে ইতালিকেই। তবে শেষ হাসি কোন দল হাসে, আজকের ম্যাচে সেদিকেই সকলের নজর থাকবে।