এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। হায়দরাবাদের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামবে তারা। আগামী ম্যাচে নিজেদের জয় নিয়ে আশাবাদী জুয়ান ফেরান্দো। ফুটবলে কোনও কিছুই অসম্ভব নয়, বললেন জুয়ান ফেরান্দো।
এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। হায়দরাবাদের (Hydrabad) বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামবে তারা। আগামী ম্যাচ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন জুয়ান ফেরান্দো। আগামী ম্যাচ নিয়ে কী পরিকল্পনা রয়েছে, জানালেন সে কথাও। আগামী ম্যাচে নিজেদের জয় নিয়ে আশাবাদী জুয়ান ফেরান্দো। ফুটবলে কোনও কিছুই অসম্ভব নয়, বললেন জুয়ান ফেরান্দো। পরিকল্পনা মাফিক খেলার ওপরেই জোর দিচ্ছে মোহনবাগান (ATK Mohun Bagan)। তবে একাধিক খেলোয়াড় চোটের জন্য বাদ গিয়েছে খেলা থেকে। তারা আপাতত খেলতে পারছে না। এই নিয়ে জুয়ান বলেন, খেলোয়াড়দের চোট ঠিক হতে অনেকটাই সময় লাগবে। 'করোনার জন্য দীর্ঘদিন অনুশীলন হয়নি, খুব কঠিন ছিল সেই পরিস্থিতি'। 'তবে আমি মনে করি আমরা পারব', বললেন জুয়ান। ম্যাচে নিজেদের সবটা দিয়ে খেলতে মরিয়া তারা, জানালেন জুয়ান। 'অবশ্যই আরও উন্নতি করতে হবে, সেই সঙ্গেই মানসিকতাও বদলাতে হবে'।