৭৩ -এর বৃদ্ধ কাজ করছেন ট্রাফিক গার্ডের। তিনি অবশ্য নিজেই নিজের জীবিকা বেছে নিয়েছেন। রায়গঞ্জের এফসিআই মোড়ের বাসিন্দা ভীম ছেত্রী। করণদিঘি থানার এনভিএফ কর্মী ছিলেন ভীম ছেত্রী। ২০১২ সালে তিনি তাঁর কর্ম জীবন থেকে অবসর নেন। এখন তিনি নিজের ইচ্ছাতেই ট্রাফিক গার্ডের কাজ করছেন। মানুষের জন্য এই পরিষেবা দিতে পেরে তিনিও খুশি। তাঁর এই কাজ তাঁকে শারীরিক ও মানুষিক ভাবে সুস্থ রাখে। এমনটাই জানালেন ভীম ছেত্রী নামে এই বৃদ্ধ।