সুপ্রিম কোর্টের নির্দেশমতো করোনায় মৃতের পরিবারকে এবার আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। হাওড়া জেলাতে প্রথম পর্যায়ে এই কাজ শুরু হয়ে গেছে।গ্রামীন এলাকায় সমস্ত বিডিও অফিস ও শহরাঞ্চলে হাওড়া পুরসভা থেকে এরজন্য ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশমতো করোনায় মৃতের পরিবারকে এবার আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। হাওড়া জেলাতে প্রথম পর্যায়ে এই কাজ শুরু হয়ে গিয়েছে। গ্রামীন এলাকায় সমস্ত বিডিও অফিস ও শহরাঞ্চলে হাওড়া পুরসভা থেকে এরজন্য ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে। সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ফর্ম পাওয়া যাবে।হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ নিতাই চরণ মন্ডল জানান সর্বোচ্চ আদালতের নির্দেশমতো এই কাজ শুরু হয়েছে।করোনায় মৃতের পরিবারের কোনো ব্যক্তির প্রমাণপত্র সহ আধার কার্ড ও ব্যাঙ্ক ডিটেল দিতে হবে।এরপর সেই নথির সত্যতা যাচাই করে খুব শীঘ্রই ব্যাঙ্ক আক্যাউন্টে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে। জেলার বিপর্যয় মোকাবিলা দপ্তর এই কাজ করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৫৩৯ জন। তবে সমস্ত ফর্ম জমা পড়ার পর মৃতের সঠিক সংখ্যা পাওয়া যাবে।হাওড়া পুরসভার চেয়ারম্যান ডঃ সুজয় চক্রবর্তী জানান পুর এলাকায় করোনায় মৃতের পরিবারের লোকজনদের পুরসভা থেকে ফর্ম তুলতে হবে।যা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে।।জেলা প্রশাসনের নির্দেশ মতো হাওড়া পুরসভা কাজ শুরু করেছে।পুরকর্মীদের মাধ্যমে ও মাইকিং করে প্রচার চালানো হচ্ছে।