'একই বৃন্তের দুটি কুসুম হিন্দু মুসলমান'। কাজী নজরুল ইসলামের সেই কবিতার কথাই আরও একবার বাস্তবায়িত হল। ইদের দিনেই ছিল হিন্দুদের গাজন উৎসব। গাজনে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন অনেক ভক্তরাই। সেই সব ভক্তদেরই শরবত খাওয়ালেন ইসলাম ধর্মাবলম্বিরা। এমই ছবি দেখা পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া ও বেলিয়া এলাকায়।