রামনবমী উপলক্ষে বুধবার উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে কুমারী পূজার আয়োজন করা হয়। তবে করোনার পরিপ্রেক্ষিতে এবার সংঘের বালিকাশ্রমের ৪০ জন আবাসিক সহ কয়েকজন কুমারীকে পূজিত করা হয়। পূজিত হয়ে খুশি কুমারীরা। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সেবা সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ১০৫ বছর আগে ন'জন কুমারীকে নিয়ে কুমারী পূজার প্রচলন করেন। প্রতি বছর রামনবমীর দিনে কুমারী পূজা হয় বলে সংঘের সহ-সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই জানান।