এক নাগাড়ে ১৪ বছরের কিশোর বাজিয়ে চলেছে মৃদঙ্গ। একের পর এক নতুন সুরে বাজাচ্ছে বাজনা। তাক লাগানো মৃদঙ্গ বাজিয়ে বাল পুরস্কার প্রাপ্তি দেবীপ্রসাদের। ছোটো থেকেই সে মৃদঙ্গ বাজানো শেখা শুরু করে। সোমবার প্রধানমন্ত্রী একটি তালিকা প্রকাশ করে।
এক নাগাড়ে ১৪ বছরের কিশোর বাজিয়ে চলেছে মৃদঙ্গ। একের পর এক নতুন সুরে বাজাচ্ছে বাজনায়। তাক লাগানো মৃদঙ্গ বাজিয়ে বাল পুরস্কার প্রাপ্তি দেবীপ্রসাদের। ছোটো থেকেই সে মৃদঙ্গ বাজানো শেখা শুরু করে। সোমবার প্রধানমন্ত্রী একটি তালিকা প্রকাশ করে। বাল পুরস্কার যারা পাবে তাদের একটি তালিকা প্রকাশ করেন তিনি। তাদের মধ্যেই একজন এই দেবীপ্রসাদ। কেরালা থেকে দেবীপ্রসাদই একমাত্র এই পুরস্কার পাচ্ছে। শিল্পের প্রতি অগাধ ভালোবাসাই তাকে তার ঝুলিতে এনে দিয়েছে এই পুরস্কার। সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরস্কারের জন্য নির্বাচিত ২৯ জন শিশুর সঙ্গে কথা বলেন। মোদী ভর্চুয়ালি সকলের সঙ্গে কথা বলেন। মোদী ব্লকচেন পদ্ধতির মাধ্যমে অনলাইনেই সকলকে পুরস্কার দেন। সবাইকে সার্টিফিকেটও প্রদান করেন তিনি। এই বছর কেরালা থেকে পুরস্কারের জন্য নির্বাচিত একমাত্র অঙ্গদিপুরমের বাসিন্দা দেবীপ্রসাদ। পুরস্কার পেয়ে দেবীপ্রসাদ জানান, এই পুরস্কার পেয়ে সে খুবই খুশি।