পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন গুরুমা কমলি সোরেন। শুক্রবার দিল্লি থেকেই মালদায় ফেরেন তিনি। মালদায় ফিরে ফুলে সাজানো গাড়ি নিয়ে শোভাযাত্রা করতে দেখা যায় পদ্মশ্রী কমলি সোরেনকে। তাঁকে নিয়ে মালদা শহর জুড়ে শোভাযাত্রা করে আরএসএসের ছাত্র সংগঠন। মালদা রেল স্টেশন থেকে এই মিছিল শুরু করে গোটা মালদা শহর পরিক্রমা করে। প্রসঙ্গত, চলতি মাসের গত ৯ তারিখ দিল্লি রাষ্ট্রপতি ভবনে গাজোলের বাসিন্দা গুরুমা কমলী সোরেনকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়। এরপর শুক্রবার মালদায় আসেন তিনি। তাঁকে মালদায় সংবর্ধনা জানানো হয় এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত গুরুমাকে নিয়ে শহরে শোভাযাত্রা করে আরএসএস এর ছাত্রসংগঠন।
পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন গুরুমা কমলি সোরেন। শুক্রবার দিল্লি থেকেই মালদায় ফেরেন তিনি। মালদায় ফিরে ফুলে সাজানো গাড়ি নিয়ে শোভাযাত্রা করতে দেখা যায় পদ্মশ্রী কমলি সোরেনকে। তাঁকে নিয়ে মালদা শহর জুড়ে শোভাযাত্রা করে আরএসএসের ছাত্র সংগঠন। মালদা রেল স্টেশন থেকে এই মিছিল শুরু করে গোটা মালদা শহর পরিক্রমা করে। প্রসঙ্গত, চলতি মাসের গত ৯ তারিখ দিল্লি রাষ্ট্রপতি ভবনে গাজোলের বাসিন্দা গুরুমা কমলী সোরেনকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়। এরপর শুক্রবার মালদায় আসেন তিনি। তাঁকে মালদায় সংবর্ধনা জানানো হয় এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত গুরুমাকে নিয়ে শহরে শোভাযাত্রা করে আরএসএস এর ছাত্রসংগঠন।