গত ২৫ জানুয়ারি ‘পদ্মশ্রী’ পেয়েছেন অরুণোদয় মণ্ডল। মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়াই তাঁর লক্ষ্য। বিনামূল্য়ে পরিষেবা দিতে তিনি ছুটে যান প্রত্যন্ত গ্রামে। শুধু চিকিৎসাই করেন না এমনকি ফ্রিতে ওষুধও দেন তিনি।
গত ২৫ জানুয়ারি ‘পদ্মশ্রী’ পেয়েছেন অরুণোদয় মণ্ডল। ২০২০ সালে ‛পদ্ম’ পুরস্কারে ভূষিত হন তিনি। কোভিডের কারণে তিনি পুরষ্কার হাতে পাননি গত বছর। এবছর সেই পুরষ্কার পেলেন তিনি। মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়াই তাঁর লক্ষ্য। বিনামূল্য়ে পরিষেবা দিতে তিনি ছুটে যান প্রত্যন্ত গ্রামে। শুধু চিকিৎসাই করেন না এমনকি ফ্রিতে ওষুধও দেন তিনি। এই কাজ তিনি শুরু প্রথম শুরু করেন ২০০০ সালে। আজও অসংখ্য মানুষ তাঁর এই পরিষেবা পাচ্ছেন। ২০০৬ সালে তাঁর হাত ধরে গড়ে ওঠে স্বাস্থ্যকেন্দ্র ‘সুজন’। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে তিনি গড়ে তোলেন ‘সুজন’। এই স্বাস্থ্যকেন্দ্রে গিয়েই রোগী দেখা শুরু করেন তিনি। প্রতি শনি ও রবিবার সেখানে রোগী দেখেন তিনি। তাঁর কথায় সেখানে প্রায় আড়াইশো রোগী দেখেন তিনি। তাঁর এই কাজকে সম্মান জানাতেই সংবর্ধনা দেওয়া হয় তাঁকে। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।