ইউপিএসসি পরীক্ষায় (UPSC exam) ১২৫ নম্বর র্যাঙ্কে আছেন হুসেইন আঞ্জুম। ইসলামপুরের (Islampur) ছৌসিয়া এলাকার বাসিন্দা হুসেইন আঞ্জুম। প্রতিবেশীরা তাঁকে অবশ্য প্রিন্স বলেই চেনেন। প্রিন্স-এর এই সাফল্যে খুশি তার পরিবার থেকে প্রতিবাশীরাও। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন প্রিন্স। পরবর্তীতে আইআইটিতেও ভালো ফল করেন তিনি। এরপরেই মুম্বাইয়ের একটি সংস্থায় চাকরি পান প্রিন্স। প্রিন্সের বাবার স্বপ্ন ছিল ছেলে আইএএস অফিসার হবে। ২০১২ সালে বাবার মৃত্যুর পর জীবনের মোড় ঘুরে যায় প্রিন্সের। এরপরেই বাবার স্বপ্নকে সত্যি করতে লড়াই শুরু হয় প্রিন্সের। তার অক্লান্ত পরিশ্রমই সাফল্য এনে দিয়েছে তাঁকে। বাংলার ছেলে মেয়েদের কাছে অনুপ্রেরণা এখন প্রিন্স। যারা ইউপিএসসি দিতে চান তাদের সাহায্য করতেও প্রস্তুত প্রিন্স। 'পরিশ্রম করতে হবে, তবেই সফল্য আসবে', জানালেন প্রিন্স।
ইউপিএসসি পরীক্ষায় (UPSC exam) ১২৫ নম্বর র্যাঙ্কে আছেন হুসেইন আঞ্জুম। ইসলামপুরের (Islampur) ছৌসিয়া এলাকার বাসিন্দা হুসেইন আঞ্জুম। প্রতিবেশীরা তাঁকে অবশ্য প্রিন্স বলেই চেনেন। প্রিন্স-এর এই সাফল্যে খুশি তার পরিবার থেকে প্রতিবাশীরাও। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন প্রিন্স। পরবর্তীতে আইআইটিতেও ভালো ফল করেন তিনি। এরপরেই মুম্বাইয়ের একটি সংস্থায় চাকরি পান প্রিন্স। প্রিন্সের বাবার স্বপ্ন ছিল ছেলে আইএএস অফিসার হবে। ২০১২ সালে বাবার মৃত্যুর পর জীবনের মোড় ঘুরে যায় প্রিন্সের। এরপরেই বাবার স্বপ্নকে সত্যি করতে লড়াই শুরু হয় প্রিন্সের। তার অক্লান্ত পরিশ্রমই সাফল্য এনে দিয়েছে তাঁকে। বাংলার ছেলে মেয়েদের কাছে অনুপ্রেরণা এখন প্রিন্স। যারা ইউপিএসসি দিতে চান তাদের সাহায্য করতেও প্রস্তুত প্রিন্স। 'পরিশ্রম করতে হবে, তবেই সফল্য আসবে', জানালেন প্রিন্স।