মেডিক্যাল প্রবেশিকায় (NEET) প্রথম ২০-তে স্থান করে নিয়েছেন বাংলার ছেলে। সোমবার রাতে সর্বভারতীয় এই পরীক্ষার ফল প্রকাশিত হয়। সেখানেই ১৯ তম স্থান অধিকার করেছেন সৌম্যদীপ হালদার (Soumyadeep Halder)। সর্বভারতীয় এই পরীক্ষায় সৌম্যদীপের প্রাপ্ত নম্বর ৭১৫। ভারতের মধ্যে ১৯ তম স্থানে থাকলেও রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন সৌম্যদীপ। বাঁকুড়ার (Bankura) সোনামুখীর শ্যামবাজারের বাসিন্দা সৌম্যদীপ। ছোট থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত সৌম্যদীপ। তাঁর পরিবারেরও ইচ্ছা ছিল বাড়ির ছেলে চিকিৎসক হবে। সেই মতোই পরিশ্রম করেছে সৌম্যদীপ। দীর্ঘ পরিশ্রমেরই ফল পেয়েছে সৌম্যদীপ। সৌম্যদীপের সেই স্বপ্নই এবার পুরণের পথে। দিল্লি এইমস-এ পড়ার ইচ্ছা সৌম্যদীপের। রেডিওলজি স্পেশালিস্ট হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। তাঁর এই ফলে খুশি তাঁর পরিবারের সদস্যরাও। প্রসঙ্গত, এবছর করোনার জেরে মেডিক্যাল প্রবেশিকা নিট-এর ফল কিছুটা দেরিতেই প্রকাশিত হয়েছে। ১ নভেম্বর সোমবার রাতে প্রকাশিত হয় এই পরীক্ষার ফল, আর তাতেই রাজ্যের মধ্যে প্রথম এবং দেশের মধ্যে ১৯ তম স্থান অধিকার করেছেন সৌম্যদীপ।
মেডিক্যাল প্রবেশিকায় (NEET) প্রথম ২০-তে স্থান করে নিয়েছেন বাংলার ছেলে। সোমবার রাতে সর্বভারতীয় এই পরীক্ষার ফল প্রকাশিত হয়। সেখানেই ১৯ তম স্থান অধিকার করেছেন সৌম্যদীপ হালদার (Soumyadeep Halder)। সর্বভারতীয় এই পরীক্ষায় সৌম্যদীপের প্রাপ্ত নম্বর ৭১৫। ভারতের মধ্যে ১৯ তম স্থানে থাকলেও রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন সৌম্যদীপ। বাঁকুড়ার (Bankura) সোনামুখীর শ্যামবাজারের বাসিন্দা সৌম্যদীপ। ছোট থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত সৌম্যদীপ। তাঁর পরিবারেরও ইচ্ছা ছিল বাড়ির ছেলে চিকিৎসক হবে। সেই মতোই পরিশ্রম করেছে সৌম্যদীপ। দীর্ঘ পরিশ্রমেরই ফল পেয়েছে সৌম্যদীপ। সৌম্যদীপের সেই স্বপ্নই এবার পুরণের পথে। দিল্লি এইমস-এ পড়ার ইচ্ছা সৌম্যদীপের। রেডিওলজি স্পেশালিস্ট হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। তাঁর এই ফলে খুশি তাঁর পরিবারের সদস্যরাও। প্রসঙ্গত, এবছর করোনার জেরে মেডিক্যাল প্রবেশিকা নিট-এর ফল কিছুটা দেরিতেই প্রকাশিত হয়েছে। ১ নভেম্বর সোমবার রাতে প্রকাশিত হয় এই পরীক্ষার ফল, আর তাতেই রাজ্যের মধ্যে প্রথম এবং দেশের মধ্যে ১৯ তম স্থান অধিকার করেছেন সৌম্যদীপ।