আংশিক লকডাউনে বন্ধ হোটেল-রেস্টুরেন্ট। তাতেই খাবার মিলছে না পথ কুকুরদের। আর এই পথ কুকুরদের জন্য এলাহি আয়োজন। তাদের মুখেই এবার খাবার তুলে দিলেন রায়গঞ্জের যুবকদল। মধ্যরাতে নিজেদের উদ্যোগেই রান্না করে কুকুরদের খাওয়ালেন তারা। তারপর সারমেয়দের মুখে অন্ন তুলে দেন তারা। রায়গঞ্জের বন্দর এলাকার বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত যুবকেরা নিজেরাই ভাত, ডাল, সয়াবিন ও মাংস রেঁধে কাগজের পাতায় করে রাস্তায় অভুক্ত কুকুরদের খাবার পরিবেশন করেন। আগামী দিনেও এই পরিষেবা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তাঁরা।