করোনায় কাজ হারিয়ে মৃত্যুর পথ বেছেনিতে দেখা গিয়েছে অনেককেই। তবে এই করোনার মাঝে কাজ হারিয়েও থেমে যায়নি জীবন। টোটোয় মিনি রেস্টুরেন্ট খুলে লড়াই চালিয়ে যাচ্ছেন রায়গঞ্জের মৃদুল রায়। রায়গঞ্জের কর্নজোড়ায় প্রতিদিন টোটোতে খাবার সাজিয়ে বসেন মৃদুল। চিকেন পকোড়া থেকে পিৎজা সবই মেলে তাঁর টোটোতে। হোটেল ম্যানেজমেন্ট পাশ করে ব্যাঙ্গালোরে একটি পাঁচতারা হোটেলে কাজ করতেন মৃদুল। গত বছর লক ডাউনে হোটেল বন্ধ হয়ে গেলে মালদহের গাজোলে নিজের বাড়িতে ফিরে আসেন তিনি। কর্মহীন হয়ে প্রথমদিকে একটু হতাশ হলেও পরে নিজের বুদ্ধিমত্তায় কাজে লেগে পড়েন। রায়গঞ্জের কর্নজোড়ার বোগ্রামে দিদির বাড়ির পাশে ছোট টিনের ঘরে সংসার বাধেন মৃদুল ও তার স্ত্রী। দুজনের আলোচনাতেই আবিস্কার হয় এই মিনি রেস্টুরেন্টের। প্রায় পাঁচমাস ধরে এভাবেই সারাদিন ধরে সামগ্রী প্রস্তুত করে বিকেলে টোটোয় তৈরি রেস্টুরেন্ট নিয়ে চলে যান কর্নজোড়া পার্কের পাশে। এভাবেই নিজের নেশাকে পেশা করে নিজের প্রতিকূল অবস্থাকে কাটিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মৃদুল।