রাত পোহালেই স্বাধীনতা দিবস। কিন্তু প্রতিবার দিনটিকে যেভাবে উদযাপন করা হয়, এবার আর তেমনটা হবে না। মন খারাপ? তাহলে হাওড়া সিটি পুলিশের ফেসবুক পেজটি খুলুন একবার। শুনতে পাবেন 'বন্দেমাতরম'-এর সুর, সঙ্গে মনিটরে ভেসে উঠবে হাওড়া ব্রিজ, বেলুড় মঠ, দ্বিতীয় হুগলি সেতুর মতো শহরের নানা দ্রষ্টব্য স্থান। স্বাধীনতা দিবসের স্মরণে আর চেয়ে ভালো উদ্যোগ আর কীই বা হতে পারে!