রহড়া থানা এলাকায় বোমা বিস্ফোরণে মৃত্যু এক তরুণের। উত্তর ২৪ পরগণা জেলার রহড়া থানার অদূরে স্বাভাবিকভাবেই এই ঘটনায় নিরপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যে একের পর এক হিংসার ঘটনায় এমনতেই শাসকদলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়-সহ বিরোধীরা। এবার ফের সেই রাজ্যের বুকে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে এক যুবক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যান্য দিনের মতো শনিবার সকালে উত্তর ২৪ পরগণার রহড়া থানার পিছন থেকে মাঠে আবর্জনা পরিষ্কার করতে গিয়েছিলেন শেখ সাহিল নামে তরুণের দাদু। স্টিলের একটি কৌটা মতো দেখতে পান তিনি।ওই কোটোটি বালতিতে ভরে বাড়িতে নিয়ে আসেন তিনি। এরপর ওই কৌটোটি তরুণের হাতে চলে আসে। কৌটটি এরপর বাড়ির সামনের ল্যাম্পপোস্টে ছুঁড়ে মারতেই বিস্ফোরণ ঘটে । ছিন্ন ভিন্ন হয়ে শেখ সাহিলের শরীর। এরপর গুরুতর আহত অবস্থায় শেখ সাহিলকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে আসা হয়। তবে শেষ রক্ষা হয়নিষ চিকিৎসরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।