ফাইনাল পর্যায়ে পড়ল বজ্র জয়ন্তী যাত্রা। দিল্লিতে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। নয়াদিল্লির সত্যাগ্রহ মণ্ডপে এই বিশেষ অনুষ্ঠান। এশিয়ানেট নিউজ ও এনসিসি ক্যাডারের যৌথ উদ্যোগ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার।
জুন মাসে তিরুঅনন্তপুরম থেকে সফর শুরু করেছিল বজ্র জয়ন্তী যাত্রা। বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে ভ্রমণ করতে করতে অবশেষে তা এখন পৌঁছেছে দিল্লির বুকে। ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লায় শেষ হবে বজ্র জয়ন্তী যাত্রা। যাত্রার সদস্যদের সঙ্গে সাক্ষাৎকার করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লি-তে পৌঁছেছেই যাত্রার ফাইনাল ফেজের অংশের উদ্বোধন করলেন প্রতিরক্ষা সচিব অজয় কুমার। এই উপলক্ষে ৮ অগাস্ট একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয়। নয়াদিল্লির রাজঘাটের কাছে সত্যাগ্রহ মণ্ডপে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে জাতীয় পতাকা এনসিসি ক্যাডারদের হাতে তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা সচিব অজয় কুমার বলেন, এ এক অসামান্য উদ্যোগ, যা করার সাহস দেখিয়েছে এশিয়ানেট নিউজ এবং এনসিসি ক্যাডার উইং। এই ধরনের যাত্রা দেশের অখণ্ডতা এবং ঐক্যকে আরও মজবুত করে বলেই তিনি মন্তব্য করেন। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে এই ধরনের যাত্রার আয়োজন সকলের কাছেই একটা শিক্ষণীয় বলেও মন্তব্য করেন অজয় কুমার। পরে বক্তব্য রাখতে গিয়ে এনসিসি-র ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল গুরবীর পাল সিং বলেন এনসিসি ক্যাডারদের প্রয়োজনীয় আজ দেশ বুঝতে পারছে। সম্প্রতি অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে যেভাবে এনসিসি ক্যাডাররা ডিউটি-তে না থেকেও উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছিল তা সকলের প্রশংসার দাবি রাখে বলেও মন্তব্য করেন তিনি।