সোমবার (১২ অগাস্ট) ছিল বিক্রম সারাভাই -এর শততম জন্মদিন। তাঁকে ভারতের স্পেস প্রোগ্রামের জনক বলা হয়। ১৯৬২ সালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ কমিটি গঠন করেছিলেন। এই কমিটিই পরবর্তীকালে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নামে পরিচিত হয়।
সোমবার (১২ অগাস্ট) ছিল ভারতের মহাকাশ বিজ্ঞান চর্চার জনক বিক্রম সারাভাই -এর শততম জন্মদিন। জন্মশতবার্ষিকীতে তাঁকে সম্মান জানিয়েছে গুগল সংস্থাও। এদিনের গুগল ডুডলটি উৎসর্গ করা হয়েছে তাঁকেই। ১৯৬২ সালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ গঠন করেছিলেন। এই কমিটিই পরবর্তীকালে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো নামে পরিচিত হয়। আবার একই সঙ্গে আহমেদাবাদে আইআইএম খোলার পিছনেও তাঁরই হাত ছিল। ১৯৭৫ সালে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি উপগ্রহ 'আর্যভট্ট' উৎক্ষেপন ছিল তাঁরই মস্তিষ্কপ্রসূত। জেনে নেওয়া যাক বিক্রম সারাভাই সম্পর্কে এইরকমই কিছু অল্প জানা কিংবা অজানা তথ্য।