১৯৪৭ -এর স্বাধীনতার বছর থেকে ২০২০। এই ৭২ বছরে জন্ম নিয়েছেন অনেকেই। তবে প্রজাতন্ত্র দিবসে জন্মদিন এরকম মানুষের সংখ্যাও হয়ত নেহাত কম নয়। এবার তেমনই ৭২ ভারতীয়র গলায় শোনাগেল ভারতের জাতীয় সঙ্গীত। প্রকাশ্যে আসতেই ভাইরাল হয় এই ভিডিও। ইতিমধ্যেই এই ভিডিও নজর কেড়েছে সকলের।