৭ ফেব্রুয়ারি উত্তরাখন্ডে হিমবাহে ধস। সেখানেই কাজে গিয়েছিলেন বাংলার ৮ জন। রবিরার উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে আতিঙ্কে দিন কাটছে গুড়িয়া ও জানা পরিবারের। মহিষাদল থানার চকদ্বাড়িবেড়িয়া গ্রামের সুদীপ গুড়িয়া ও ট্যাংরাখালি গ্রামের লালু জানা ও বুলা জানা সহ মোট আটজন উত্তরাখণ্ডে কাজে গিয়েছিলেন দু'বছর আগে। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না তাঁদের। এমনটাই জানিয়েছেন শ্রমিকদের পরিবার। ঘটনার পর থেকেই ফোনে পাওয়া যাচ্ছে না তাঁদের। দুশ্চিন্তায় দিন কাটছে ৮ শ্রমিকের আত্মীয়-পরিজনদের।