বহুতল এক ভবনের দোতলায় খেলছিল একটি শিশু। পরিবারের বাকি সদস্যরাও ছিলেন তার সঙ্গে। কিন্তু, আচমকাই ভারসাম্য হারিয়ে রেলিং টপকে নিচে পড়ে যায় সে। পরিবারের সকলেই খারাপটাই ধরে নিয়েছিলেন। অত উপর থেকে পড়ে গেলে মৃত্যু বা গুরুতর আহত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু, মদ্যপ্রদেশের তিকমগড়ে যেন মিরাকল ঘটল। ঈশ্বরই যেন ঠিক সেই সময়ই ওই বাড়ির নিচে পাঠিয়ে দিলেন একটি সাইকেল রিক্সা। উপর থেকে শিশুটি পড়ে ঠিক রিক্সাটির সিটে। আর তাতেই প্রাণ রক্ষা পেল তার। পরে হাসপাতালে পরীক্ষা করে দেখা গিয়েছে শিশুটির কোনও ক্ষতিই হয়নি।