রাস্তা ঢেকেছে উঁচু বরফে। হাসপাতালও ৪ কিলোমিটার দূরে। তেমন সময়েই ভারতীয় সেনা পাশে এসে দাঁড়ালেন এক প্রসূতির। স্ত্রী -এর প্রসব যন্ত্রণা ওঠায় ভারতীয় সেনাকে ফোন করেন মজিদ আহমেদ, জানান প্রসব যন্ত্রণা উঠেছে স্ত্রী -এর। খবর পেয়েই ছুটে আসেন ভারতীয় সেনার কিলো ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর সদস্যরা। তাঁদের কাঁধে চেপেই হাসপাতালে যান ফরিদা। সন্তানের জন্ম দিয়ে আপাতত ভালোই আছেন তিনি। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে একটি ভিডিও। যাতে দেখা যায় বরফে ঢাকা রাস্তা পেরিয়ে প্রসূতিকে নিয়ে যাচ্ছেন সেনা বাহিনীর সদস্যরা।