ফের প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরাখণ্ড। এবার নন্দীদেবীর কাছে এক হিমবাহে বিশাল ধস নামল ৭ ফেব্রুয়ারি, রবিবার সকালে। যার জেরে জোশী মঠ এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর তীরবর্তী এলাকায় মূলত এই ক্ষয়ক্ষতি হয়েছে। এই হিমবাহতে ধস নামায় সরাসরি তা এসে পড়ে ধৌলি নদীতে। ধৌলি নদীর খাতে দুটি নির্মিয়মাণ জলবিদ্যুৎ-এর কাজ চলছিল। এদের মধ্যে একটি হল ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প এবং তপোবন জলবিদ্যুৎ প্রকল্প। হিমবাহের ধসে দুটি জলবিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনারই কারণ ব্যখ্যা করলেন অ্যাডভেঞ্চার এক্সপার্ট অজিত বাজাজ। ঘটনাকে প্রকৃতিক বিপর্যয় বলে ব্যখ্যা করার পাশাপাশি তিনি জানালেন বাঁধের কারণেই হিমবাহে ধস। হিমবাহে ধস প্রকৃতির একটা স্বাভাবিক ঘটনা। প্রবল ঠান্ডায় এই ধরনের ঘটনা মূলত ঘটে থাকে। তিনি এও জানিয়েছেন বাঁধের জন্য হিমবাহে প্রবল চাপ তৈরি হয় এতে নদীর উৎসমুখে প্রবল চাপে ধস নামে। হিমবাহে ধসের কারণে বড় ক্ষতির সম্ভাবনা নেই। অতি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।