প্রতিরক্ষার ক্ষেত্রে ভারতকে আর অন্য দেশের ওপর নির্ভর করে থাকতে হবে না, এমনটাই বলতে শোনা গেল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) -কে। মঙ্গলবার বেঙ্গালুরুতে হিন্দুস্থান এয়ারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited) 'আত্মনির্ভর ভারত' অভিযানের -এর হাত ধরেই এয়ারক্রাফ্ট তেজসের উৎপাদন শুরু হল ভারতে। সেই অনুষ্ঠানেরই উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উদ্বোধনের সেই অনুষ্ঠানে তিনি মিলেটারির আধুনিকীকরণের জন্য জানান ১৩০ বিলিয়ান খরচ করেছে ভরত। এই অনুষ্ঠানেই পাকিস্তান ও চিন -কে হুঁশিয়ারি দিতে ছাড়লেন না প্রতিরক্ষা মন্ত্রী।