কার কাছ থেকে কী কী সুবিধা গ্রহণ করেছিলেন পি চিদম্বর। তার সব তথ্য-প্রমাণ তাঁর কাছে আছে। সেই সব তথ্য প্রমাণ প্রকাশ্যে আনলে আর রক্ষা নেই। এইভাবেই চিদম্বরম ইস্যুতে বিস্ফোরণ ঘটালেন অমর সিং। রাজনীতির আঙিনায় অমর সিং এক রঙিন চরিত্র হিসাবেই উল্লেখিত হন। রাজনৈতিক জোট বন্ধনের অনুঘটক বলেও তাঁকে একটা সময় ডাকা হত। অমর সিং একটি ভিডিও-তে চিদম্বরম-কে নিয়ে এই বিস্ফোরক বয়ান রেখেছেন। ভিডিও-তে দেখা গিয়েছে অমর সিং হাসপাতালের বেড থেকে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী সম্পর্কে রাহুল গান্ধীকে হুঁশিয়ারি দিচ্ছেন। অমর সিং এই ভিডিও-তে জানিয়েছেন, রাহুল গান্ধী চিদম্বরম সম্পর্কে ভালো ভালো কথা বলা না থামালে তাহলে কেচ্ছা ও দুর্নীতির সেই সব প্রমাণ ফাঁস করে দেবেন।