কেরলের ত্রিচূরের এক ভয়াবহ ভিডিও এখন ভাইরাল। ত্রিচূরের কোরকাঞ্চেরিতে থাইপুয়া উৎসবের মাঝেই হাতির তাণ্ডব। উটুলি আনন্দন নামের এই হাতিটি হঠাৎই তাণ্ডব শুরু করে। হাতির ৪টি মাহুতের মধ্যে দু’জন লাফ দিয়ে পালিয়ে যায়।
কেরলের ত্রিচূরের এক ভয়াবহ ভিডিও এখন ভাইরাল। ত্রিচূরের কোরকাঞ্চেরিতে থাইপুয়া উৎসবের মাঝেই হাতির তাণ্ডব। উটুলি আনন্দন নামের এই হাতিটি হঠাৎই তাণ্ডব শুরু করে। উৎসবের জন্য হাতিটিকে বিশেষভাবে সাজানো হয়েছিল। সেই সাজ নিয়েই তাণ্ডব শুরু করে হাতিটি। হাতির পিঠে ছিল ৪জন মাহুত। হাতির ৪টি মাহুতের মধ্যে দু’জন লাফ দিয়ে পালিয়ে যায়। মন্দিরের বাদ্যযন্ত্র পঞ্চবাদ্যম সমাপ্তির সময় হাতিটি হঠাৎই তাণ্ডব শুরু করে। প্রায় ৩০ মিনিট পর নিয়ন্ত্রণে আনা যায় হাতিটিকে। করোনার জেরে কোভিড বিধি থাকায় সহজেই ভিড় নিয়ন্ত্রণ করতে পারে পুলিশ। প্রসঙ্গত, কেরলের ত্রিচূরে কোরকাঞ্চেরিতে থাইপুয়া উৎসব চলছিল। সেই উৎসবের মাঝেই হঠাৎই সেখানে থাকা একটি হাতি তাণ্ডব শুরু করে। প্রথমে হাতিটি স্বাভাবিক থাকলেও হঠাৎই তাণ্ডব শুরু করে হাতিটি। প্রায় ৩০ মিনিট পর নিয়ন্ত্রণে আনা যায় হাতিটিকে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।