গত শনিবার রিলায়েন্স কমিউনিকেশনের ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন কোটিপতি শিল্পপতি অনিল অম্বানি। সংস্থাটি বর্তমানে বলা যেতে পারে দেউলিয়া অবস্থায় রয়েছে। এবার সম্পদ বিক্রি শুরু করা ছাড়া উপায় নেই। তবে শুধু অম্বামনি একাই নন. রিলায়েন্স কমিউনিকেশনস-এর ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন ছায়া বিরানি, রায়না বিরানি, মঞ্জরি কক্কর এবং সুরেশ রাঙ্গাচার-ও।
গত শনিবার রিলায়েন্স কমিউনিকেশনের ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন কোটিপতি শিল্পপতি অনিল অম্বানি। সংস্থাটি বর্তমানে বলা যেতে পারে দেউলিয়া অবস্থায় রয়েছে। এবার সম্পদ বিক্রি শুরু করা ছাড়া উপায় নেই। তবে শুধু অম্বানি একাই নন. রিলায়েন্স কমিউনিকেশনস-এর ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন ছায়া বিরানি, রায়না বিরানি, মঞ্জরি কক্কর এবং সুরেশ রাঙ্গাচার-ও।