প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশির মুখোমুখি এশিয়ানেট নিউজ। এশিয়ানেট নিউজ ডায়লগ-এ প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। কুরেশির সামনে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন এশিয়ানেটের প্রতিনিধি প্রশান্ত রঘুবংশম। প্রথমেই উঠে আসে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে কুরেশির বৈঠকের কথা। তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে ভাগবত তাঁর উদ্বেগ প্রকাশ করেন। প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ভাগবত বলেন সব ধর্মই আমাদের আদর্শের সাথে খাপ খায়। প্রাক্তন নির্বাচন কর্মকর্তা এদিন তাঁর সঙ্গে ভাগবতের বৈঠক নিয়ে চলা সাম্প্রতিক বিতর্ককে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন কোনও সংগঠন, সম্প্রদায় বা সরকারি সংস্থার প্রতিনিধিত্ব তাঁরা করছিলেন না। তাই তাঁদের এই বৈঠকের প্রভাব ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় পড়া বা কোনও সম্প্রদায়কে আঘাত করার প্রশ্নই নেই। কুরেশি জানান, দেশের সম্প্রীতি ও ঐক্যে কথা মাথায় রেখে স্বেচ্ছায় মুসলিমরা গোমাংস ত্যাগ করতেই পারেন। কারণ গরু একটা নির্দিষ্ট সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের ভাবাবেগের বিষয়। দেশের শান্তির কথা বিবেচনা করে তাঁরা এই উদ্যোগ নিতে পারেন।
প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশির মুখোমুখি এশিয়ানেট নিউজ। এশিয়ানেট নিউজ ডায়লগ-এ প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। কুরেশির সামনে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন এশিয়ানেটের প্রতিনিধি প্রশান্ত রঘুবংশম। প্রথমেই উঠে আসে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে কুরেশির বৈঠকের কথা। তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে ভাগবত তাঁর উদ্বেগ প্রকাশ করেন। প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ভাগবত বলেন সব ধর্মই আমাদের আদর্শের সাথে খাপ খায়। প্রাক্তন নির্বাচন কর্মকর্তা এদিন তাঁর সঙ্গে ভাগবতের বৈঠক নিয়ে চলা সাম্প্রতিক বিতর্ককে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন কোনও সংগঠন, সম্প্রদায় বা সরকারি সংস্থার প্রতিনিধিত্ব তাঁরা করছিলেন না। তাই তাঁদের এই বৈঠকের প্রভাব ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় পড়া বা কোনও সম্প্রদায়কে আঘাত করার প্রশ্নই নেই। কুরেশি জানান, দেশের সম্প্রীতি ও ঐক্যে কথা মাথায় রেখে স্বেচ্ছায় মুসলিমরা গোমাংস ত্যাগ করতেই পারেন। কারণ গরু একটা নির্দিষ্ট সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের ভাবাবেগের বিষয়। দেশের শান্তির কথা বিবেচনা করে তাঁরা এই উদ্যোগ নিতে পারেন।