S Y Quraishi : এশিয়ানেট নিউজ ডায়লগ-এ প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি

প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশির মুখোমুখি এশিয়ানেট নিউজ। এশিয়ানেট নিউজ ডায়লগ-এ প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। কুরেশির সামনে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন এশিয়ানেটের প্রতিনিধি প্রশান্ত রঘুবংশম। প্রথমেই উঠে আসে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে কুরেশির বৈঠকের কথা। তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে ভাগবত তাঁর উদ্বেগ প্রকাশ করেন। প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ভাগবত বলেন সব ধর্মই আমাদের আদর্শের সাথে খাপ খায়। প্রাক্তন নির্বাচন কর্মকর্তা এদিন তাঁর সঙ্গে ভাগবতের বৈঠক নিয়ে চলা সাম্প্রতিক বিতর্ককে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন কোনও সংগঠন, সম্প্রদায় বা সরকারি সংস্থার প্রতিনিধিত্ব তাঁরা করছিলেন না। তাই তাঁদের এই বৈঠকের প্রভাব ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় পড়া বা কোনও সম্প্রদায়কে আঘাত করার প্রশ্নই নেই। কুরেশি জানান, দেশের সম্প্রীতি ও ঐক্যে কথা মাথায় রেখে স্বেচ্ছায় মুসলিমরা গোমাংস ত্যাগ করতেই পারেন। কারণ গরু একটা নির্দিষ্ট সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের ভাবাবেগের বিষয়। দেশের শান্তির কথা বিবেচনা করে তাঁরা এই উদ্যোগ নিতে পারেন।

প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশির মুখোমুখি এশিয়ানেট নিউজ। এশিয়ানেট নিউজ ডায়লগ-এ প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি। কুরেশির সামনে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন এশিয়ানেটের প্রতিনিধি প্রশান্ত রঘুবংশম। প্রথমেই উঠে আসে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে কুরেশির বৈঠকের কথা। তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে ভাগবত তাঁর উদ্বেগ প্রকাশ করেন। প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ভাগবত বলেন সব ধর্মই আমাদের আদর্শের সাথে খাপ খায়। প্রাক্তন নির্বাচন কর্মকর্তা এদিন তাঁর সঙ্গে ভাগবতের বৈঠক নিয়ে চলা সাম্প্রতিক বিতর্ককে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন কোনও সংগঠন, সম্প্রদায় বা সরকারি সংস্থার প্রতিনিধিত্ব তাঁরা করছিলেন না। তাই তাঁদের এই বৈঠকের প্রভাব ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় পড়া বা কোনও সম্প্রদায়কে আঘাত করার প্রশ্নই নেই। কুরেশি জানান, দেশের সম্প্রীতি ও ঐক্যে কথা মাথায় রেখে স্বেচ্ছায় মুসলিমরা গোমাংস ত্যাগ করতেই পারেন। কারণ গরু একটা নির্দিষ্ট সম্প্রদায় অর্থাৎ হিন্দুদের ভাবাবেগের বিষয়। দেশের শান্তির কথা বিবেচনা করে তাঁরা এই উদ্যোগ নিতে পারেন।

04:04BSF : সাহস দেখুন! বিএসএফ-এর উপর হামলা ও অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশী পাচারকারিদের03:13Nepal Earthquake Today : ভূমিকম্প! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার কলকাতা04:13'এই ভাইরাস ভারতে নতুন নয়', এইচএমপিভি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা02:49HMPV India : ভারতে ঢুকে পড়ল চীনের নতুন ভাইরাস এইচএমপিভি! বেঙ্গালুরুতে প্রথম পজেটিভ রোগী, উদ্বেগ বাড়ছে দেশে03:40PM Modi : নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : মোদী09:59'AAP গত ১০ বছরে দিল্লির বড় ক্ষতি করে দিয়েছে' নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক নরেন্দ্র মোদী03:14China HMPV Virus : ফের হবে লকডাউন? চিনে দাপিয়ে বেড়াচ্ছে ভয়ঙ্কর ভাইরাস! আতঙ্ক ভারতেও? দেখুন10:04গ্রামের মানুষদের জন্য দারুন সুখবর দিলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন কী বলছেন05:59'আমার স্বপ্ন প্রতিটা মানুষ যেন থাকার জন্য পাকা বাড়ি পায় আর আমি সেটা সত্যি করব' মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর03:12'গ্রামের ছেলে হয়েও এত বড় গায়ক', দিলজিতের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী