এশিয়ানেট নিউজ ডট কম এখন সবার আগে। ৪৫০ মিলিয়ন ভিউয়ের গণ্ডি পার করে সারা ভারতের আঞ্চলিক ভাষার ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে এখন আমরাই সেরা। আর সর্বভারতীয় ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির ক্ষেত্রে এশিয়ানেট ঢুকে পড়েছে প্রথম দশে, এই মুহূর্তে রয়েছে নবম স্থানে। সংবাদমাধ্যম এবং প্রযুক্তির এক আশ্চর্য মেলবন্ধন এই ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম। সংবাদ জগতের মানচিত্রটাই বদলে দিয়েছে। মুহূর্তে হাতের মুঠোয় চলে আসে সব খবর। আর সারা ভারতে সুবর্ণা নিউজ (মালয়ালম), এশিয়ানেট নিউজ কন্নর, এশিয়ানেট নিউজ তামিল, এশিয়ানেট নিউজ তেলুগু, এশিয়ানেট নিউজ হিন্দি, এশিয়ানেট নিউজ বাংলা, মাইনেশন (ইংরাজি) ও নিউজেবল-এর মাধ্যমে ছড়ানো রয়েছে এশিয়ানেট নিউজ ডট কম-এর জাল। আমাদের এই সাফল্যের সব কৃতিত্ব ভারত ও দুনিয়াব্যপী আমাদের পাঠক। সম্প্রতি বেঙ্গালুরু শহরে এশিয়ানেট পরিবারের মাথা, চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর এশিয়ানেট পরিবারের সদস্যদের সঙ্গে এই সাফল্য উদযাপন করলেন। তাঁর অনুপ্রেরণা ও পাঠকদের আশীর্বাদ-ভালোবাসা-কে পাথেয় করেই আরও দৃঢ়, সাহসী, ও নিরলস হওয়ার অজ্ঞীকারবদ্ধ হয়েছে এশিয়ানেট পরিবার। এশিয়ানেটের সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ও অভিনন্দন।