অগ্নিপথ প্রকল্পে দেশে দক্ষ মানবসম্পদ তৈরি হবে, এশিয়ানেট নিউজ সম্বাদে বললেন সঞ্জীব বিকচন্দানি

এই অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন ইনফোএজের কর্ণধার সঞ্জীব বিকচন্দানি। তাঁর সংস্থার অধীনে রয়েছে এই মুহূর্তে একাধিক ই-কমার্স সংস্থা। যার মধ্যে নকরি ডট কম থেকে রয়েছে ৯৯ একর, শাদী ডট কম-এর মতো বহুল জনপ্রিয় ই-কমার্স সাইট। 

এশিয়ানেট নিউজ সম্বাদ সিরিজে এমন সব ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলা হয় যারা সমাজের বুকে একটা অবদান তৈরি করেছেন। সে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হোক বা সমাজকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা অথবা রাজনৈতিক মতাদর্শে একটা উল্লেখযোগ্য অবদান তৈরি করা, এমনকী ক্রীড়া এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও যারা একটা নজির তৈরি করেছেন- এমনই সব মানুষের সঙ্গে একান্ত সাক্ষাৎকার তুলে ধরা হয় এশিয়ানেট নিউজ সম্বাদে। এবার এই অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন ইনফোএজের কর্ণধার সঞ্জীব বিকচন্দানি। তাঁর সংস্থার অধীনে রয়েছে এই মুহূর্তে একাধিক ই-কমার্স সংস্থা। যার মধ্যে নকরি ডট কম থেকে রয়েছে ৯৯ একর, শাদী ডট কম-এর মতো বহুল জনপ্রিয় ই-কমার্স সাইট। সঞ্জীব বিকচন্দানির মুখোমুখি তাঁর সামনে প্রশ্ন ছিল সম্প্রতি অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার? এই নিয়ে আপনার মত কি? উত্তরে সঞ্জীব বিকচন্দানি বলেন- অগ্নিপথ প্রকল্প একটা সেরা উদ্যোগ। এতে কাজ করা ছেলে-মেয়েরা সকলেই তরুণ বয়সে এমন একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে দক্ষতা অর্জন করবেন যা পরবর্তীকালে বেসরকারি সংস্থায় তাঁদের কর্মসংস্থানের সম্ভাবনাকে আরও বেশি করে উজ্জ্বল করবে। কারণ, একটা কাজ সমাধান করতে একটা টিম গেম দরকার, সেই সঙ্গে দরকার হয় পরিস্থিতি অনুযায়ী প্রত্যুৎপন্নমত্তিত্ব এবং একটা নির্দিষ্ট লক্ষ মেনে কাজ করা। সেই দিক থেকে দেখলে অগ্নিবীররা খুব অল্প বয়সেই বাহিনীর কড়া অনুশাসনে এই দক্ষতাগুলো অর্জন করে নিতে সক্ষম হবে। হয়তো কোনও বিশেষ দক্ষতা সম্পন্ন কর্মসংস্থানে এদের সুযোগ থাকবে না, যেমন- সফটওয়ার ডেভলপমেন্ট। কিন্তু সেলস বা মার্কেটিং অথবা লজিস্টিক-এর মতো ক্ষেত্রে অগ্নিবীররা সফল হবে।  কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে কোনও বেসরকারি সংস্থাই তাঁদের মানব সম্পদের একটা বিশাল অংশে তরুণ এবং ফ্রেশাসদের নিতে আগ্রহী। অগ্নিপথ প্রকল্পে ৪ বছর কাজ করাদের বেশিরভাগেরই বয়স খুব একটা বাড়বে না এবং সেই সঙ্গে এই তরুণ-তরুণীরা এমন একটা দক্ষতা অর্জন করবে যা সংস্থার প্রোডাক্টিভিটি রেটের পক্ষে সহায়ক হবে। 
 

03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন