প্রয়াত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি। সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকের ছায়া। বাপ্পি লাহিড়িকেই এবার শ্রদ্ধা জানাল আইটিবিপি। বাপ্পি লাহিড়ির গান গেয়ে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন আইটিবিপি-র।
প্রয়াত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি। সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকের ছায়া। বাপ্পি লাহিড়িকেই এবার শ্রদ্ধা জানাল আইটিবিপি। বাপ্পি লাহিড়ির গান গেয়ে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন আইটিবিপি-র। ভিডিওয় বাপ্পি লাহিড়িরই একটি গান গাইতে শোনা গিয়েছে আইটিবিপি র আধিকারিককে। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের একজন আধিকারিক এই গান গেয়েছেন। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের পোশাকই দেখা যায় তাঁর পরনে। খালি গলায় এক অসাধরণ গান গাইতে শোনা যায় তাঁকে। আইটিবিপি-র টুইটারে ভিডিওটি পোস্ট করা হয়। আইটিবিপি-র কনস্টেবল সোভন বন্দ্যোপাধ্যায় কিংবদন্তি সঙ্গীত পরিচালক, সুরকার এবং গায়ক বাপ্পি লাহিড়িকে শ্রদ্ধা জানাতে এই গানটি গেয়েছেন বলেই ভিডিওটি পোস্ট করে জানানো হয়েছে। প্রসঙ্গত, আইটিবিপির সোশ্যাল মিডিয়ায় হামেশাই নানান ভিডিও দেখা যায়। তাঁদের নানান অনুষ্ঠানের ছবিও সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে আসে। তাঁরা দেশের জন্য কতটা পরিশ্রম করেন সেই ছবিও উঠে আসে। চলতি মাসেই প্রয়াত হন লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যু দিনেও তাঁকে শ্রদ্ধা জানিয়ে একটি বিশেষ ভিডিও পোস্ট করেন তাঁরা।