সাহসী সেনা বিক্রম বাত্রার আজ জন্মদিন
কার্গিল যুদ্ধে বীরের মত দিয়েছিলেন প্রাণ
আজও তিনি অমর
'হয় দেশের পতাকা উড়িয়ে আসব, নয়তো তাতে মুরে মৃতদেহ হয়ে ফিরব', এমনটাই শেষবার বলে গিয়েছিলেন ভারতীয় সেনা বিক্রম বাত্রা। কর্গিল যুদ্ধে এক সেনাকে বাঁচাতে গিয়ে প্রাণ ত্যাগ করার আগের মুহুর্তে তিনি জানিয়ে ছিলেন এই কথা। বলেছিলেন, 'ফিরে আমি যাবই'।
১৯৯৯ সালের জুন মাসে তাঁর জীবন গিয়েছিল সম্পূর্ণ বদলে। কার্গিলের সর্বোচ্চ পিক দখলের দায় ন্যাস্ত হয়েছিল তাঁর হাতেই। এটি তখন পাকিস্তানের সেনাদের অবৈধ দখলে ছিল। তিনি একা হাতেই তৈরি করেছিলেন টিম। নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে গিয়েছিলেন আহত সেনাদের। সেখানেই গুলিবিদ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর পর তাঁকে পরমবীর সন্মানে সন্মানিত করা হয়।