সামনেই উত্তরপ্রদেশ নির্বাচন, শুরু হয়েছে প্রস্তুতি। নির্বাচনের আগে নিখোঁজ বিধুনার বিজেপি বিধায়ক। বিধায়কের মেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। ইতিমধ্যেই যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
উত্তরপ্রদেশে বেজে গিয়েছে ভোটের দামামা। মোট ৭ দফায় ভোট রয়েছে উত্তরপ্রদেশে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই উত্তরপ্রদেশে শুরু হয়ে গিয়েছে চরম রাজনৈতিক নাটক। এবার এক বিজেপি বিধায়কের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে হইচই। বিধায়কের মেয়ে খোদ সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন এবং তাঁর বাবা-র নিখোঁজের ঘটনার পিছনে খোদ কাকা ও ঠাকুমা-কে অভিযুক্ত করেছে সে। তাঁর অভিযোগ, কাকা এবং ঠাকুমাই অপহরণ করেছে বাবা-কে। আর অপহরণের পর তাঁকে লখনউ নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেছেন বিধায়ক কন্যা। বাবাকে ফিরিয়ে আনার আর্জিও জানিয়েছেন তিনি। বিজেপি বিধায়ক বিনয় সাক্য-র নিখোঁজের ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে চরম রাজনৈতিক চাপানউতর।