দিল্লি থেকে তিন জনের প্রতিনিধিদল কলকাতা বিমানবন্দর থেকে ভাটপাড়া পৌঁছেছেন। সেইখানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা। দলে রয়েছেন, এস এস আলুওয়ালিয়া, সত্যপাল সিং এবং বিডি রাম। আজ গোটা অঞ্চল ঘুরে দেখেন তাঁরা। খুঁটিয়ে শোনেন প্রত্যক্ষদর্শীদের মত। মৃত ফুচকা বিক্রেতা রামবাবু সাউ-এর মা তাঁদের বলেন, তাঁর সন্তানের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। এলাকাবাসীররা অভিযোগ জানানোর সঙ্গে নানা প্রমাণও দেন তাঁদের। অর্জুন সিংহ উপস্থিত ছিলেন সে সময়। এই দল সংবাদমাধ্যমকে জানিয়েছে, এলাকায় সন্ত্রাস নিয়ে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবেন তাঁরা।