পুলিশ জানিয়েছে মৃতরা হল কালু দেবী, মমতা ও কমলেন। কালু দেবীর দুই সন্তানও রয়েছে মৃতের তালিকায়। একজনের বয়স চার। অন্য শিশুটির বয়স মাত্র ২৭ দিন। কালুদেবী, মমতা আর কমলেশ তিন বোন। তিন বোনই কিন্তু বাল্যবিবাহের বিপক্ষে ছিলেন।
কালুদেবী (২৭) মমতা (২৩) আর কমলেশ (২০) তিন বোন আর তাদের দুই শিশু সন্তান বুধবার সকাল থেকেই নিখোঁজ ছিল। প্রতিবেশীরা জানিয়েছে, শুক্রবার পর্যন্ত পুলিশ তল্লাশি চালিয়েও তাদের কোনও সন্ধান পায়নি। শনিবার স্থানীয় একটি কুঁয়োর ভিতর থেকে পাঁচটি দেহ একসঙ্গে উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছে তিন বোন আর তাদের দুই সন্তানই পারিবারিক নির্যাতনের শিকার। দিন পনেরো আসে কালুদেবীকে শ্বশুরবাড়ির লোকেরা এমন মার মেরেছিল যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তিনি চোখে গুরুতর আঘাত পেয়েছেন। মাত্র ১৫ দিন আগেই তিনি হাসপাতাল থেকে ফিরেছেন। কমলেশ ও মমতাও গর্ভাবতী ছিলেন। যেকোনও সময়ই তাঁরা সন্তান প্রসব করতে পারতেন। বুধবার থেকে খোঁজ পাওয়া যায়নি তিন বোন আর তাদের দুই শিশু সন্তানের। এই ঘটনার মাত্র এক দিন আগেই মমতা তার হোয়াটস অ্যাপ স্টেটাস পরিবর্তন করেছিলেন। লিখেছিলেন 'রোজ রোজ মারের চেয়ে একেবারে মরে যাওয়া ভালো।' মমতা ও কালুদেবীকে মারধর করা হয়েছিল বলেও জানিয়েছেন প্রতিবেশীরা। তিন বোনের বিয়ে হয়েছিল একই পরিবারের তিন ভাইয়ের সঙ্গে।