সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সংসদ ভবন পর্যন্ত ছিল মিছিল। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই কর্মসূচি নিষিদ্ধ করে পুলিশ। এই নিয়ে শুক্রবার পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষ হয় প্রতিবাদীদের। শিক্ষার্থীদের অনেকেই আহত হয়েছেন, অনেককে আটকও করা হয়েছে।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদকে ঘিরে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী দিল্লি। মিছিল করে সংসদ ভবন পর্যন্ত যাওয়ার পরিকলল্পনা ছিল প্রতিবাদীদের। প্রায় শতাধিক ছাত্রছাত্রী ও স্থানীয় জনতা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। কিন্তু দিল্লি পুলিশ আচমকা সেই কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রতিবাদীরা। অবস্থা ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে বেপরোয়াভাবে লাঠি চালাতে শুরু করে দিল্লি পুলিশ। প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। আন্দোলনকারীদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে হঠিয়ে দিতে কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়। পুলিশের নির্বিচার লাঠিচার্জে বহু ছাত্রছাত্রী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। গন্ডোগোল শুরু করার জন্য পুলিশ এবং শিক্ষার্থীরা একে অপরকে অভিযুক্ত করেছে।