রাজ্যে তেমন ভাবে এখনও ঠাণ্ডার দেখা না মিললেও উত্তুরে হাওয়ায় কাঁপছে গোটা উত্তর ভারত। নতুন করে তুষারপাত শুরু হয়েছে হিমাচলপ্রদেশের পিথারগড় ও রানিক্ষেতে। উত্তরাখণ্ডেও আগামী কয়েকদিন তুষারপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
রাজ্যে তেমন ভাবে এখনও ঠাণ্ডার দেখা না মিললেও উত্তুরে হাওয়ায় কাঁপছে গোটা উত্তর ভারত। নতুন করে তুষারপাত শুরু হয়েছে হিমাচলপ্রদেশের পিথারগড় ও রানিক্ষেতে। উত্তরাখণ্ডেও আগামী কয়েকদিন তুষারপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। লাগাতার এই তুষারপাতের কারণে পুরোপুরি বিপর্যস্ত জনজীবন। হিমাচলপ্রদেশের বিখ্যাত পর্যটনকেন্দ্র মানালিও ঢেকেছে সাদা বরফের চাদরে। ভারি তুষারপাতের কারণে বন্ধ করে দিতে হয়েছে জম্মু-কাশ্মীরের মুঘল রোড। মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে চলছে শৈত্যপ্রবাহ। এই অবস্থায় মোরাদাবাদে ঠাণ্ডা থেকে একটু আরাম পেতে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন ফুটপাতবাসী। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল ঢেকেছে ভারি কুয়াশার চাদরে।