থানার ভিতরেই ছেলের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছিল বাবা। শেষপর্যন্ত ঘটল মর্মান্তিক পরিণতি। ঘটনা উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। আচমকাই নিজের লাইসেন্সড রিভলভার থেকে ছেলের দিকে গুলি চালিয়ে দিল হেড কনস্টেবল অরবিন্দ যাদব।
থানার ভিতরেই ছেলের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছিল বাবা। শেষপর্যন্ত ঘটল মর্মান্তিক পরিণতি। ঘটনা উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। আচমকাই নিজের লাইসেন্সড রিভলভার থেকে ছেলের দিকে গুলি চালিয়ে দিল হেড কনস্টেবল অরবিন্দ যাদব। ইতিমধ্যে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তার রিভলভারও। পুলিশ সূত্রে জানা গেছে, অরিবন্দ যাদবের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান ছইলেন বিকাশ যাদব। এই ছেলের সঙ্গেই থানার মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েন অরবিন্দ। হঠাৎ করেই নিজের ছেলের উপর গুলি চালান অরবিন্দ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলের।