গরু তৃণভোজী প্রাণী বলেই এতদিন জেনে এসেছি আমরা সকলে। কিন্তু গোয়ায় নাকি ঘাস-পাতা ছেড়ে মাংস খাচ্ছে গরু-বাছুরের দল। এমন চাঞ্চল্যকর দাবি খোদ সেরাজ্যের মন্ত্রী মাইকেল লোবোর।
গরু তৃণভোজী প্রাণী বলেই এতদিন জেনে এসেছি আমরা সকলে। কিন্তু গোয়ায় নাকি ঘাস-পাতা ছেড়ে মাংস খাচ্ছে গরু-বাছুরের দল। এমন চাঞ্চল্যকর দাবি খোদ সেরাজ্যের মন্ত্রী মাইকেল লোবোর। তাঁর দাবি অনুযায়ী কলুঙ্গুট ও সংলগ্ন অঞ্চলের রাস্তায় ঘুরে বেড়ানো গরুর দল মাছ-মাংস খাওয়া শুরু করেছে, ঘাস ও পশু খাদ্যে তাঁদের আর রুচি নেই। হোটেল, রেস্কোরাঁর বাইরে পড়ে থাকা খাবার গিলছে গোগ্রাসে। এই পরিস্থিতিতে গরুগুলিকে নিরামিষাশী করার উদ্যোগ নিয়েছে রাজ্যোর বিজেপি সরকার। তাই গোয়ার পথে, ঘাটে ঘুরে বেড়ানো গরুর দলকে পাঠান হচ্ছে গোশালায়। সেখানে পশু চিকিৎসকদের দিয়ে তাঁদের চিকিৎসা করানো হচ্ছে।