ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। আর কয়েকদিনেক মধ্যেই জমিয়ে শীত পড়ে যাবে উত্তরপ্রদেশে। এই অবস্থায় ঠাণ্ডার হাত থেকে গোমাতাদের রক্ষা করতে অভিনব উদ্যোগ নিল অযোধ্যা পুরসভা। প্রতিটি গরুর জন্য এই শীতে বস্তার তৈরি পোশাক বানান হয়েছে । ইতিমধ্যে সেই পোশাক পরানো শুরু হয়ে গিয়েছে গরুদের। শহরে থাকা বাকি গরুদেরও আর কয়েকদিনের মধ্যেই দেখা যাবে এই পোশাকে। ঠাণ্ডা থেকে বাঁচাতে গরুদের জন্য থাকার ব্যবস্থাও করেছে পুরসভা, রাখা হয়েছে বনফায়ারের ব্যবস্থাও।
ক্রমেই নামছে তাপমাত্রার পারদ। আর কয়েকদিনেক মধ্যেই জমিয়ে শীত পড়ে যাবে উত্তরপ্রদেশে। এই অবস্থায় ঠাণ্ডার হাত থেকে গোমাতাদের রক্ষা করতে অভিনব উদ্যোগ নিল অযোধ্যা পুরসভা। প্রতিটি গরুর জন্য এই শীতে বস্তার তৈরি পোশাক বানান হয়েছে । ইতিমধ্যে সেই পোশাক পরানো শুরু হয়ে গিয়েছে গরুদের। শহরে থাকা বাকি গরুদেরও আর কয়েকদিনের মধ্যেই দেখা যাবে এই পোশাকে। ঠাণ্ডা থেকে বাঁচাতে গরুদের জন্য থাকার ব্যবস্থাও করেছে পুরসভা, রাখা হয়েছে বনফায়ারের ব্যবস্থাও।
হিন্দু শাস্ত্রে গরুকে মাতা হিসাবে শ্রদ্ধা করা হয়। প্রাচীন শহর অযোধ্যাতে রয়েছে গরুদের আলাদ সমাদর। সম্প্রতি সুপ্রিমকোর্ট অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির নির্মাণের ব্যাপারে রায় দিয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতিও। এর মাঝেই গোমাতাদের জন্য এই অভিনব উদ্যোগ নিল অযোধ্যা পুরসভা।