গ্রামের স্থানীয় একটি বাড়ি থেকেই এক ডজনেরও বেশি কুমিরের ডিম উদ্ধার। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে ঐ গ্রামে। ঘটনাটি উত্তর প্রদেশের মুজফফরনগরের ভাদৌলা গ্রামের। অরুণ ত্যাগীর বাড়িতেই বাস করছিল কুমিরটি। সেখানেই কুমিরটি ডিমগুলি প্রসব করে বলে অনুমান করা হচ্ছে। কুমিরের ডিম থেকে বাচ্চা বের হওয়ার ভিডিও এখন ভাইরাল। একটি প্লাস্টিকের পাত্রে ডিম গুলি সংগ্রহ করে রাখা হয়েছিল। সেই ডিম গুলি থেকেই কয়েকটি কুমির ছানা বের হয়। এই ঘটনার জেরে আতঙ্কিত গ্রামবাসীরা। তারা বনদপ্তরকে গোটা বিষয়টি জানান। পরে বনদপ্তর কুমির ছানা ও ডিম গুলি নিয়ে চলে যান।
গ্রামের স্থানীয় একটি বাড়ি থেকেই এক ডজনেরও বেশি কুমিরের ডিম উদ্ধার। এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে ঐ গ্রামে। ঘটনাটি উত্তর প্রদেশের মুজফফরনগরের ভাদৌলা গ্রামের। অরুণ ত্যাগীর বাড়িতেই বাস করছিল কুমিরটি। সেখানেই কুমিরটি ডিমগুলি প্রসব করে বলে অনুমান করা হচ্ছে। কুমিরের ডিম থেকে বাচ্চা বের হওয়ার ভিডিও এখন ভাইরাল। একটি প্লাস্টিকের পাত্রে ডিম গুলি সংগ্রহ করে রাখা হয়েছিল। সেই ডিম গুলি থেকেই কয়েকটি কুমির ছানা বের হয়। এই ঘটনার জেরে আতঙ্কিত গ্রামবাসীরা। তারা বনদপ্তরকে গোটা বিষয়টি জানান। পরে বনদপ্তর কুমির ছানা ও ডিম গুলি নিয়ে চলে যান।