ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, ঘটনাস্থলেই প্রয়াত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি, মুম্বাই আহমেদাবাদ ন্যাশনাল হাইওয়ের সূর্য নদীর চারোটি সেতুতে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
গাড়ি দুর্ঘটনায় টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যু | মুম্বইয়ের কাছে পালঘরে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে | তার গাড়ির সাথে মহারাষ্ট্রের পালঘর জেলায় একটি ডিভাইডারের ধাক্কা লেগে যায় | দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় | আহত হয়েছেন সাইরাস মিস্ত্রির গাড়ির চালক-সহ দু'জন | তাদের গুজরাটের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে | মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেন |