আধুনিক ভারত আরও একবার সাক্ষী থাকল লজ্জাজনক ঘটনার। দলিত হওয়ার জন্য মন্দিরে ঢোকার অনুমতি পেলেন না এক যুবক। ঘটনাস্থল মধ্যপ্রদেশের বুরহানপুর। বিয়ে করতে বরযাত্রী নিয়ে বেরিয়িছেলন ওই যুবক। বরিদা গ্রামে বর বেশে একটি মন্দিরে আশীর্বাদ নিতে যান তিনি। কিন্তু যুবক দলিত হওয়ায় তাঁকে মন্দিরে ঢোকার অনুমতি দেয়নি পুরোহিতরা। পুরো বিষয়টি জেলা প্রশাসনের কানে গেছে। কেন ওই দলিত যুকককে মন্দিরে ঢুকতে দেওয়া হল না তা খতিয়ে দেখা হচ্ছে।
আধুনিক ভারত আরও একবার সাক্ষী থাকল লজ্জাজনক ঘটনার। দলিত হওয়ার জন্য মন্দিরে ঢোকার অনুমতি পেলেন না এক যুবক। ঘটনাস্থল মধ্যপ্রদেশের বুরহানপুর। বিয়ে করতে বরযাত্রী নিয়ে বেরিয়িছেলন ওই যুবক। বরিদা গ্রামে বর বেশে একটি মন্দিরে আশীর্বাদ নিতে যান তিনি। কিন্তু যুবক দলিত হওয়ায় তাঁকে মন্দিরে ঢোকার অনুমতি দেয়নি পুরোহিতরা। পুরো বিষয়টি জেলা প্রশাসনের কানে গেছে। কেন ওই দলিত যুকককে মন্দিরে ঢুকতে দেওয়া হল না তা খতিয়ে দেখা হচ্ছে।