২ দিনের সফরে উত্তরপূর্বের রাজ্য অরুণাচল প্রদেশে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার ভারত-চিন সীমান্তে বেমলা পাসে ভারতীয় জওয়ানদের সঙ্গে দেখা করতে যান তিনি। চিন সীমান্তে কোনও উত্তেজনা নেই বলেই দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। ভারতীয় এবং চিনা সেনা দুই তরফই শান্তি বজায় রেখেছে বলে জানান রাজনাথ। সীমান্তে পাহাড়ারত সেনাদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি যেভাবে তাঁরা দেশ সেবায় নিয়োজিত রয়েছে তার প্রশাসংসা করেন রাজনাথ।
২ দিনের সফরে উত্তরপূর্বের রাজ্য অরুণাচল প্রদেশে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার ভারত-চিন সীমান্তে বেমলা পাসে ভারতীয় জওয়ানদের সঙ্গে দেখা করতে যান তিনি। চিন সীমান্তে কোনও উত্তেজনা নেই বলেই দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী। ভারতীয় এবং চিনা সেনা দুই তরফই শান্তি বজায় রেখেছে বলে জানান রাজনাথ। সীমান্তে পাহাড়ারত সেনাদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি যেভাবে তাঁরা দেশ সেবায় নিয়োজিত রয়েছে তার প্রশাসংসা করেন রাজনাথ।
অরুণাচল নিয়ে চিনের সঙ্গে বহুদিন ধরেই বিবাদ রয়েছে ভারতের। অরুণচলকে চিনের অংশ বলেই দাবি করে প্রতিবেশীরাষ্ট্র। প্রায়শই অরুণাচল সীমান্তে চিনা সেনার আগমনের খবর পাওয়া যায়। সেখানে গিয়ে ফের অরুণাচল ভারতের অঙ্গ বলেই হুঙ্কার দেলেন মোদী মন্ত্রিসভার প্রতিরক্ষামন্ত্রী।