দিল্লির রানি ঝাঁসি রোডের এক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রাণ গেল এখনও পর্যন্ত ৪৩ জন শ্রমিকের। তবে এই সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারত। দিল্লি পুলিশ দারুণ উপস্থিত বুদ্ধির পরিচয় দিল।
হায়দরাবাদের ধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিয়ুক্তদের এনকাউন্টার করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের প্রশংসা কুড়িয়েছে হায়দরাবাদ পুলিশ। এবার, দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনাতেও পুলিশের দারুণ ভূমিকা দেখা গেল। এদিন ভোররাতে দিল্লির রানী ঝাঁসি রোডের আনাজমাণ্ডির ভিতর এক ছয়তলা কারখানা ভবনে আগুন লাগে। গুমের মধ্যেই প্রাণ হারান ৪৩ জন শ্রমিক। তবে পুলিশ ও দদমকলের তৎপড়তায় প্রাণে বেঁচেছেন প্রায় ৫০ জনের মতো। এদিন শুরুতে ঘিঞ্জি এলাকায় অ্যাম্বুল্যান্স পৌঁছতে সমস্যা হয়। সেই সময়, মানুষের প্রাণবাঁচানোকেই গুরুত্ব দিয়ে স্থানীয় অটোরিক্সা-তে করেই আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। অটোতে করে তাঁদের পৌঁছে দেওয়া হয় নিকটবর্তী লোকনায়ক হাসপাতালে। পুলিশের এই পদক্ষেপে অনেকগুলি মূল্যবান প্রাণ বেঁচে যায়।