৫০টি সোনার তুলসি। আর সেই তুলসি দিয়ে চলছে দেববরণ। এমন ঘটনারই সাক্ষি থাকল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহর। এখানকারই সীমাচলম মন্দিরে নৃসিংহ ভগবানকে সোনার তুলসি গুলি নিবেদন করলেন এক ভক্ত।
৫০টি সোনার তুলসি। আর সেই তুলসি দিয়ে চলছে দেববরণ। এমন ঘটনারই সাক্ষি থাকল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহর। এখানকারই সীমাচলম মন্দিরে নৃসিংহ ভগবানকে সোনার তুলসি গুলি নিবেদন করলেন এক ভক্ত।
বিশাখাপত্ত থেকে ১৬ কিলোমিটর দূরে পাহাড়ের উপর একাদশ শতকে তৈরি হয়েছিল এই মন্দির। এখানে রয়েছে বিষ্ণুর নৃসিংহ অবতারের মূর্তি, যাতে সব সময় চন্দনের প্রলেপ লাগানো থাকে। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে পুজো দিতে আসেন। শোনা যায় শ্রী চৈতন্যদেবও এই মন্দিরে এসেছিলেন।