প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ফুসফুস সংক্রমণের জেরে সেফ্টেক শকিং ছিলেন তিনি। ৯ অগাস্ট পড়ে গিয়ে মাথায় চোট লাগে তাঁর। এর পরেই দিল্লীর সেনা হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে করোনা রিপোর্টও পজিটিভ আসে তাঁর। অনেক চেষ্টাতেও ক্রমশ স্বাস্থ্যের অবনতি হতে থাকে তাঁর। দিল্লীর সেনা হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর জানান তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি থেকে শুরু প্রধানমন্ত্রী সকলেই। শোকের ছায়া ভারতীয় রাজনৈতিক মহলে। রাজনীতিতে এক যুগের অবসান মত রাজনৈতিক নেতাদের। সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের । জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।