কংগ্রেস নেতা দ্বিগবিজয় সিং -এর ক্লাব হাউস চ্যাট লিক। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হবে। এমনটাই হবে কংগ্রেস ক্ষমতায় এলে, জানান দ্বিগবিজয়। একজন পাক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এমনটাই জানান। তাঁর এই চ্যাট প্রকাশ্যে আসতেই তা নিয়ে ওঠে বিতর্কের ঝড়। ক্লাব হাউসের এই চ্যাট নিয়ে কড়া আক্রমণ বিজেপি -র। বিজেপি সাংসদ রাজীব চন্দ্রশেখরও এর কড়া সমালোচনা করেছেন। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল এই অডিও। অবশ্য এই অডিও -র সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।