দুর্গা পুজোর পর এবার কালী পুজোতেও করোনার প্রভাব। করোনার কথা মাথায় রেখেই এবার কালী পুজোয় আতসবাজি নিষিদ্ধ, এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আর তার পর থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নজরদারী। আর সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বৃহস্পতিবার একটি আবাসনে চলছিল বাজি ফাটানো আর তাতেই বাধ সেধেছিল পুলিশ। অভিযোগ এর পরেই পুলিশের ওপর চড়াও হয় ওই আবাসনের বেশ কয়েকজন। যার জেরে মোট ৭ জন পুলিশ কর্মী আহত হন। সেখান থেকে পুলিশকর্মীদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী বেলুড় হাসপাতালে। পরে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধিদের গ্রেফতার করে পুলিশ।