তামিলনাড়ুতে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'নিভার'। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছিল। তার জেরেই আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। সরকারের পক্ষ থেকে আগেই সতর্কবার্তা জারি হয়েছিল সেখানে। মাইকিং -এর মাধ্যমেও সেখানে চলেছে প্রচার। ঘুর্ণি ঝড়ের জেরে উত্তাল তামিলের সমুদ্র। সেই সঙ্গেই সেখানকার লেকের জলও উত্তাল হয়ে উঠেছে। এছাড়াও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্রে জলচ্ছাসেরও আগাম সতর্কতা জানিয়েছে সেখানকার প্রশাসন। জলচ্ছাসের জেরে বন্যার সম্ভবনা থাকছে সেখানে।