যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের এক্সক্লুসিভ ছবি। কিয়েভ শহরের কাছে এক মেডিক্যাল হস্টেলের ছবি। সামরিক অভিযানে ফলে মুহূর্মূহূ শেলিং এবং ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সামরিক ট্যাঙ্ক। আতঙ্কে হস্টলেরে বেসমেন্টে আশ্রয় ছাত্র-ছাত্রীদের। হাওড়া এবং মালদহের একাধিক ছাত্র-ছাত্রী রয়েছে এখানে। তাঁরা তাদের পরিবারকে এই ছবিগুলি পাঠিয়েছে । শুধুমাত্র বসে থেকে থেকে আতঙ্কের প্রহর গুণছে তাঁরা। পরিবারের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা চলছে। ইউক্রেন থেকে উদ্ধার পেতে ভারত সরকারের কাছে আর্জি।
ইউক্রেনে আটকে রয়েছে ইছাপুরের শিয়ালডাঙার দেবারতি। ২ বছর আগে ইউক্রেনে মেডিক্যাল পড়তে যায় সে। ইউক্রেনে আপাতত হস্টেলের বেসমেন্টে আশ্রয় নিয়েছে দেবারতি এবং তাঁর বন্ধুরা। মাঝে মাঝে পরিবারের সঙ্গে সেখান থেকে হোয়াটসঅ্যাপ কলে কথা বলতে পারছে। কিন্তু কতক্ষণ এই সুবিধা মিলবে তা নিয়ে সকলেরই সন্দেহ রয়েছে। মেয়ে এবং তাঁর বন্ধুদের অবস্থা দেখে মন খারাপ দাস পরিবারের। অবিলম্বে দেবারতির উদ্ধারের জন্য মোদী ও মমতার কাছে আর্জি রেখেছে দেবারতির বাবা-মা। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের এক্সক্লুসিভ ছবি। কিয়েভ শহরের কাছে এক মেডিক্যাল হস্টেলের ছবি। সামরিক অভিযানে ফলে মুহূর্মূহূ শেলিং এবং ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সামরিক ট্যাঙ্ক। আতঙ্কে হস্টলেরে বেসমেন্টে আশ্রয় ছাত্র-ছাত্রীদের। হাওড়া এবং মালদহের একাধিক ছাত্র-ছাত্রী রয়েছে এখানে। তাঁরা তাদের পরিবারকে এই ছবিগুলি পাঠিয়েছে । শুধুমাত্র বসে থেকে থেকে আতঙ্কের প্রহর গুণছে তাঁরা। পরিবারের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা চলছে। ইউক্রেন থেকে উদ্ধার পেতে ভারত সরকারের কাছে পরিবারের মাধ্যমে আর্জি জানাচ্ছে তাঁরা। ইউক্রেনের খারকিভ-এ আটকে রয়েছেন বিবেকচন্দ্র দে
মালদহ শহরের কুতুবপুরের ছেলে বিবেকচন্দ্র। ইউক্রেনে একটি ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে রয়েছে বিবেক ও তাঁর বন্ধুরা। সাইরেন বাজলেই আশ্রয় নিতে হচ্ছে বেসমেন্টে। ইউক্রেনে মেডিক্যাল পড়তে গিয়েছে বিবেক। ৭ মার্চ দেশে ফেরার কথা ছিল তাঁর। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে বিবেক। ঘরের ছেলে ঘরে ফিরুক- সমানে প্রার্থনা বিবেকের বাবা-মা-র।